যে গেছে তার মতই
এভাবেই থেমে যাবে তোমার আমার গতি
বেঁচে থাকবে শুধু গাণিতিক সংখ্যা দুটি
পুরোনো বাসায় ফিরে যাবো দুজন
হয়তো আমি হব বৃক্ষ আর তুমি পাখি
তবু বুকভরে এত বেদনা কেন রাখো?
আমরা তো যাবার জন্যই এসেছি
নিয়ে যেতে অশ্রু পৃথিবীর যাবতীয় হাসি
জানো তো,যারা যায় তারা হাসি মুখে বিদায় নিতে পারে না
চলে যাওয়াই প্রকৃতি।
নুয়ে আসে জীবনের সব সুখ স্মৃতি,
শরীরে ক্লান্তির শেষ নিঃশ্বাস,ভীতি ।


এভাবে রোজ রাতে আসা যাওয়া
মাইল মাইল দূর
একদিন দেখা হয়ে যাবে ঠিকই
সেই একই ট্রেনে তুমি আমি
হবে নাতো ভোর!
চলে যাওয়াই চিরকাল ভাল
আগে নয়তো পর
জরাব্যাধি রোগ নিয়ে মিছে বেঁচে থাকা কিছুটা বছর।
যে গেছে তাকে যেতে দাও
বলে দাও তাকে , আমি আসছি কিছু দিন পর।