তুলসী পাতা না তেঁতুলের জল
চিনে না শিক্ষিত মূর্খের দল
গায়ে গতরে কাকের লেদা দলীয় ছাপ
উষ্ঠা মারে বইয়ের বুকে শিখাইছে ওর বাপ
ভদ্রতা নেই শালীনতা নেই নেই ওদের কোন অনুতাপ লাজ
শিক্ষিতের লেবাস লইয়া করে অশিক্ষিতের কাজ
বাপের নাম ভাইঙ্গা খায় দলের নামে মুড়ি
গুরুজনে মান্য নেই আদবের কমজুরি
বুকের পাটা নেইতো কারো পড়াবে দণ্ডবেড়ি
আদাপ সালাম শ্রদ্ধাবোধ হইতাছে দিনে বিলোপ
কার ঘাড়ে কয়টা মাথা সব লোকই নিশ্চুপ
গন্ধ ছড়ায় আগরবাতি, ফুলখানি আর ধূপ
বিবেক বুদ্ধি হারায় গেছে ছাত্র বলে গুরুকে বেকুব
সমাজ আওড়ায় নানান বুলি কোন কথায় টিকে না
শিক্ষাটা পিএইচডি নিলো কোথায় অধ্যাপকই জানে না
বলতে গেলে অনেক কিছু ভাব নিয়ে কেউ বলে না
শিক্ষা গুরুর মর্যাদা পৃষ্ঠাটা কেউ পড়ে না
সিডোর রেমাল ধ্বংস করে সবই তো ঝড়ের নাম
আমের চেয়ে আটি বড় কেউ বলে না অধিক দাম
মানি লোকের মান দেয় না যারা গুণী লোকের করে অসম্মান
এরাই একদিন ধ্বংস করবে সমাজ
দেশের ইজ্জত সম্মান।