তুমি মন চিনিতে পারো নাই
আমার মনে তোমার জায়গা নাই
তুমি আমায় চিনিতে পারো নাই
আমার মনে তোমার ঠাঁই নাই।
তুমি ভুল করেছো ছিঁড়ে পাতা
আমি ছিলাম গোলাপ ফুল গোটা
চিনতে যে পারে না ফুল তার সাথে কথা নাই
আমার মনে তোমার জায়গা নাই।
নারীর মন ফুল আর বোঁটা
যেমন জল কাগুজে নৌকা
শিশির জমে ঘাসের উপর
শিউলি ফুল আজ ফুটে নাই
আমার মনে তোমার জায়গা নাই ।
রাতের শোভা চন্দ্র তারা
গাছের শোভা সবুজ পাতা
আমার শোভা তুমি বন্ধু আজো জানো নাই
আমার মনে তোমার জায়গা নাই।
নদীর শোভা বানের জল
চোখের শোভা সুরমা কাজল
বনের শোভা পশুপাখি তাও জানা নাই
আমার মনে তোমার জায়গা নাই।