বুকের বয়স বাড়ে মুখেও বাড়ে হাসি
       চোখের আকাশি উষ্ণতায়
       বিহানে আমি আয়নায় ভাসি
হঠাৎ পিছলে পড়ে রূপের ধ্বনি
                         গায়ে গতরে কি বিনয়ী!
ডুবন্ত সূর্য নই আমি, নই বিরহী প্রহর
ভালোবাসি আমার দেহের
                                      প্রতিটা অক্ষর
মোলায়েম আবেগে জাল বুনি
                                     নীরবে সারাক্ষণ
আমার ভেতরে আমি আছি,
                                    নেই কেহ আপন
ভালোবাসা ডুবে থাকে আমার দেহে
ভোরের প্রত্যাশা করে সূর্য সৈকতে শুয়ে
               জলছবির ছায়া আমি
              দেখি দৃশ্য ভাবনা ছুঁয়ে
              বুকের পাশে পুরুষ জানে
               সূর্য উঠার মানে
যে জলে আগুন জ্বলে সে কি বলে
                                   কানে কানে ছলছল
আহা! কি দারুন সুন্দর আমি
                                    আয়নায় অবিকল
মনের সুন্দর সমুদ্রে দাঁড়িয়ে সূর্যের চোখে আঁকছি কাজল।


কবিতা : আমার আমিকে ভালোবাসি
লেখক : অপূর্ব দাস