আমার কাছে তুমি
বৃক্ষের যেমন ডালপালা পাতা জমি
দুঃখ হলে ঝরে পাতা কষ্ট হলে ডাল
রোদ বৃষ্টিতে ভিজে একা সকাল বিকাল।

আমার কাছে তুমি
মাঠের ফসলি ধান সবুজ দূর্বা, মাঙ্গলিক উপাদান
জন্ম জন্মান্তরে পাবো তোমায়
পৃথিবীর হয়ও যদি কয়েক দফা ধ্বংস
মানুষে মানুষে বিপুল ব্যবধান।

বিলুপ্ত হয়ও যদি ধর্ম জাতপাত
ফিরে যাই আবার আদিম গুহাতে
পাথরে পাথর ঘষে জ্বালাই আগুন
পৃথিবীর জল আর মাটি তবু হবে না দ্বিগুন।

কাঁসার থালায় পরে থাকা পান চুন আর সুপারি
ঠাকুমা ঠাকুমা বলে কেউ কি আজও চিৎকার পাড়ি?
থেমে যাবে সময়ের ঘড়ি, মিথ্যের বাহাদুরি
মহাকাল কখনো মরে না, মানুষ মরে বারবার।

আমাকে রেখে দিও প্ৰিয় তোমার কোনো কাজে
দেহের অলংকার নয়তো তোমার হৃদয়ে যেখানে সাজে।