আমি একলা আকাশ দেখতে দেখতে
আমার আকাশ ছোট
আমায় একটা আকাশ কি কেউ  দিতে পার বড়?
চার দেয়ালে মন উঠেছে
গ্রিলে এক চিলতে আলো
আমায় নিয়ে চল বন্ধু,আমায় নিয়ে চল
যতদূরে পার বন্ধু,যতদূরে পার
আমায় একটা আকাশ তুমি দিতে পারো বড়।

আমার একটু মন চেয়েছে সাগরজলে যাবো
রোদের আলো  কমতে কমতে
মন করেছে কালো
আমার শহর ব্যস্ত থাকে ভিজা অভিমানে
অন্য নারী ডাকছে তোমায় গোপন প্রেমের টানে
আতর দিয়ে মন মেখেছি গন্ধ নেই দেহে
আমার হৃদয় দেখছে তোমায় আগুন পুড়া চোখে
আমায় একটা আকাশ কি কেউ  দিতে পার বড়?
আমি একলা আকাশ দেখতে দেখতে
আমার আকাশ ছোট।


একটু জলের আশায় থেকে বৃষ্টি এলো ঝেপে
তোমায় আমায় ভাসিয়ে নিলো দুই মোহনার বাঁকে
আকাশ ভরে বৃষ্টি নামুক বৃষ্টি আমি চাই
কষ্ট পাই জেনেও আমি তোমার কাছে যাই
সাদাকালো ফ্রেমে বাঁধা স্মৃতির ছবিটাই
আমি একলা আকাশ দেখতে দেখতে
আমার আকাশ ছোট।
আমায় একটা আকাশ কি কেউ  দিতে পার বড়?



কবিতা : আমায় একটা আকাশ কি কেউ  দিতে পার বড়?
লেখক : অপূর্ব দাস