এতটা যত্নে মুড়িয়ে রেখেছি বেদনা
মানুষ হলে ছেড়ে চলে যেত কবে
অথচ তুমি ঠিকই পড়ে আছো
আমার হৃদয়ের এক কোনে
তুমি কি মানুষ ছিলে না? না জীন?
তোমার জন্য মাঝেমধ্যে ভীষণ তৃষ্ণা লাগে
তীব্র জলের তৃষ্ণায় করি ছটফট
অথচ চোখের সামনে সরস্বতী নদীর মত নারী
দুচোখের মায়ায় ঝড়ে পড়ে না আকুতি, ঠিক ওরকম
আমার সাথে তোমার দেখা না হোক রোজ
তীব্র প্রেমের ঢেউ তোমার বুকেও জমুক।
ভালোবাসার মানুষ আশা করে
ভালোবাসা পায় যেন সে শুদ্ধতম
যন্ত্রনা সইতে সইতে মানুষও লাশ হয়
ঠিকই সময়মতো।
বুকের মধ্যে আমার মত কিছুটা
না-পাওয়া রেখো
সবসময় পেতে চেয়োনা পুরোপুরি
আমাকে দেখার তৃষ্ণায় ছটফট করো কিছু মুহূর্ত
বুকের বাঁ-পাশে চিনচিন ব্যথা রেখো কিছু
আর দুচোখে ব্যাকুল আকুতি।
এতটা যত্নে মুড়িয়ে রেখেছি বেদনা
মানুষ হলে ছেড়ে চলে যেত কবে
অথচ তুমি ঠিকই পড়ে আছো
আমার হৃদয়ের এক কোনে।