আজও বেঁচে আছে আমার হৃৎপিণ্ড
শুনতে পাও কি তার গোঙানি
কতবার বলেছি শপথ নিয়ে
তোমাকে ছাড়া আমি কাউকে ভালবাসিনি।

মৃত্যু আসন্ন জেনেও মনকে আমার
করেছি কত খুন
মাঝে মাঝে বুকে খুব যন্ত্রণা হয়
দুঃখেরা বাড়িয়ে দেয় তুষের আগুন।

হারিয়েছে জীবনের বিশটি বসন্ত
তারারাও জেনে গেছে আকাশে
দাঁড়িয়ে থেকোনা স্থির নিজের ভেতর
এক মুঠো ভালোবাসায় মানুষ বাঁচে।

শুধরে নিয়েছি কত পৃথিবীর যন্ত্রণা
রাজপথে রক্তের দাগ
জেগে আছি মধ্যরাতে
আমার বুকে হেঁটে যাও চাঁদ!

অভ্যেস হয়ে গেলে চাঁদের মত
একা থাকা রোজ
মানুষের মত আর হবে না দেখা
হই যদি হঠাৎ জ্বলন্ত চিতাই নিখুঁজ।