বুকের উপর আহ্লাদী এক মেয়ে কাঁদে
কাঁদতে কাঁদতে নাকি সুরে আমায় বলে
যেতে তুমি পারবে না আমায় ছেড়ে
আমার ভীষণ আদর পেতে ইচ্ছে করে
তোমার কাছেই
আমার ভীষণ আদর পেতে ইচ্ছে করে
বৃষ্টির কাছে আহ্লাদী সেই মেয়ে কাঁদে
আপন গোপন সব কথায় বলে তারে
প্রেমের কথা বলতে গেলেই শরম লাগে
আমার ভীষণ প্রেমিক হওয়ার ইচ্ছে জাগে।
ডানা ঝাপটায় বুকের ভেতর হৃদয় পাখি
জোস্না দেখে রাতের দিকে ছুটতে থাকি
মনের ভেতর ঘাপটি মারে সেই মেয়েটি
স্বপ্ন হয়ে তার হৃদয়ে ঘুরতে থাকি
প্রেম আমার চোখে মুখে মুচকি হাসে
আমার ভীষণ প্রেমিক হওয়ার ইচ্ছে জাগে।
চোখ হতে চোখ মনের ভেতর সাঁতার কাটে
তোর প্রেমে আমার হৃদয় জলে ভাসতে থাকে
জ্বলতে জ্বলতে মোমের বাতি কমছে আলো
একটু একটু তোকেও আমার লাগছে ভালো
যাই না দূরে তোকে রাখি বুকে ধরে
আমার ভীষণ আদর পেতে ইচ্ছে করে
তোর কাছেই
আমার ভীষণ আদর পেতে ইচ্ছে করে