একটা আক্ষেপ থেকে যাবে নিজের কাছে
পৃথিবীর সমস্ত বই কেন পড়ে যেতে পারলাম না এক জীবনে!
যদিও অসম্ভব কে করছি বায়না
নিজের মনকে বুঝাতে পারিনা।

মানুষের আয়ুর চেয়ে বইয়ের সংখ্যা বেশি
কবিতার চেয়ে কবির সংখ্যা বেশি
নদীর চেয়ে নারীর সংখ্যা বেশি
তাই বলে কি থেমে গেছে জীবন চক্রযান,কবিতা লেখা, নারীর বংশ বৃদ্ধি, প্রকৃতির সৌন্দর্যে কেঁপে উঠা লাজুক চোখ।

মানুষ তো কত কিছুই পারে
সাঁতরে যায় অতল সাগর
হাঁটতে হাঁটতে পারি দেয়
সুউঁচু হিমালয় পাহাড়
লিখে যায় মহাকাব্য,যুদ্ধের রণ কৌশল, কূটনীতি, রাজনীতি, ইতিহাস,কামসূত্র, জ্যোতিষশাস্ত্র
মানুষের ভাল মন্দ তাবৎ বিষয়ে বই।

একটা আক্ষেপ রয়ে গেছে আমার তোমার কাছে আজও
আরো বার বছর আগে তোমার সাথে হয়নি দেখা কেন?
পরগাছা ছেঁটে সাজিয়ে নিতাম জীবন
মলাটে বাঁধা বইয়ের মত।

একটা আক্ষেপ থেকে যাবে নিজের কাছে
পৃথিবীর সমস্ত বই কেন পড়ে যেতে পারলাম না এক জীবনে!
যদিও প্রকৃতির কাছে প্রতিদিনই কিছু না কিছু শিখি
মস্তিস্ক উর্বর করি, হৃৎপিণ্ডে জোগাই আলো বাতাস
তবু মিটাতে পারিনা বইয়ের খোরাক
যেখানে সংসার সন্তান তোমাকে গুছাতেই চলে গেল জীবনের ষাট বছর
এখন বেলা শেষে এসেছে জীবনে অন্ধকার রাত্রির প্রহর
আমাকে তো বিশ্রাম নিতেই হবে, দিতে হবে অনন্ত ঘুম।

আকাশের কাগজে লিখা আছে কি  পৃথিবীর সব বইয়ের পাতা?
আমি জোস্নার আলোয় পড়বো বসে সেখানে গিয়ে, যদি মিটে কিছুটা তৃষ্ণা পিপাসা।