বেহাগ বাহারে রাতের শিউলিতলা
ব্সন্ত বাহারে সাতরঙা মেঘের খেলা
ঝড়া বাদলের তানে তোমায় কিছু বলা
পূবের সমীরণ, প্রভাতে সপ্ত সুরের মিলন রাখী
পড়াবো বলে, ধ্রুপদ আলোর মাঝে তোমায় ডাকি
ইমন পূরবীতে গাইছে কত পাখি
চঞ্চলবেনু বাজায় গোঠের রাখাল দেখি
নিভৃত ভাবনা কোমল আহির আঁখি
আমার ইচ্ছেগুলো সাজিয়ে রাখি
কখনও তুমি জেনেছো কি ?
এই ভুবন মাঝে শুধু তোমায় দেখি ।।