আকাশ জুড়ে উঁকি মারে
একাদশীর খন্ডিত চাঁদ ,
কেঁদে ওঠে নিঝুম খরস্রোতা
বোধন ঘাট ।
পিপাসিত রাত্রি নামে ভোগের বাসরে
কামে ভেজা তৃষাতুর ঘনীভূত সমাজ
শোষণে অসহায় হচ্ছে শিকার ।
পৃথিবীময় রুদ্র কামনা,
সভ্যতার বিশ্বরথের খোজ নেই
নির্বাক পৃথিবী অশান্তির তন্দ্রাঘুমে
প্রতি প্রহরে শুধু কেঁদে ওঠে ।