চঞ্চলতার ভাবনার বর্ষা মিশে যায় বিগলিত মোহনায়
সমস্ত জটিলতার সোঁদা গন্ধে ভিজে যায়
চিন্তা ব্যাকুলতা স্মৃতি রোমান্টিকতা
ঘিরে ধরে সমস্যার পাহাড় , জন্ম হয়
হাজার শব্দার্থের এক দীর্ঘ কবিতার
অশ্রু মল্লারে মল্লারে কত ঝঞ্ঝা বায়ে দুচোখ তবুও
স্বপ্নের নীড় খুঁজে চলে সূদুর অগ্নিকোনে
শুদ্ধতার হোমানলে বিস্তীর্ন প্রচ্ছদজুড়ে বিবেক নিশানায়
আহুতি দিতে যজ্ঞের প্রস্তুতি চলছে
তবে বৃথা পরিব্রাজনে বিষয় আবর্তে কাজ কি
থাকবে বিষয় পারাবারে সবই
থাকবো না শুধু তুমি আমি সবাই
থাকবে না কোনো ব্যাক্তি ।।