বেদনামোহিত দুচোখ
অপরাহ্নের শেষ আশ্রয়
গোধুলিকে সঙ্গী করে
ভালোবাসার জ্যোৎস্না মাখা
অক্ষরগুলো নিঃসঙ্গ প্রতীক হয়ে
সংলাপ শুন্যতার সংকেত
আছড়ে পড়ছে বাস্তব জীবনগুলোতে
তবুও জীবন ভালোবাসা চায়
বন্ধন প্রীতি মরীচিকার উচ্ছিষ্ট স্মৃতিতটে
হৃদ্যতাহীন বাক্য
বার বার মনের মাঝে ভীড় করে
আত্মীক আগাছাগুলো ছাঁটতে ছাঁটতে
মরুভূমির প্রাসাদে পরিনত
তবুও জীবন ভালবাসা চায়
স্তব্ধ মনের নিরব জানালা দিয়ে
ধূসর পলি পড়া অতীতগুলো ফিরে তাকায়
চেনা মানুষের ভীড়ে সৌজন্যতা মূল্যবোধ টুকু
নির্লজ্জের মতো বিসর্জনে
আধডোবা মুখোশ সমষ্টি ভাসছে
কেন জানিনা
তবুও জীবন ভালবাসা চায় ।।