কালের যবনিকায় ঢাকা পয়গাম
পর্দানশীন নূরনবী কাঁদে মরমীয়া বুলবুল
শবেবরাতের প্রভাতে লেফাফায় লেখা
প্রেমিকের কথা পড়া হলোনা
বাকী রয়ে গেল অনেক কথা
রমজানের করুনসুরে বেজে ওঠে রবাবের তারে
বনিয়াদির কসরতে বদনসীব সবাই খিতমদগার
বেতমীজ মরীচিকার মজলিসে প্রতিবাদ গেছে হারিয়ে
ফরিয়াদি ডাকে তকদিরে লেখা খোদার দরবারে
কালের যবনিকায় ঢাকা পয়গাম
পর্দানশীন নূরনবী
কবির কলমে ভেসে ওঠে
মফস্বলে এ শতকের এক দুরন্ত ছবি
বনিয়াদি কীর্তির গোলদার গোস্তাকির সাথে
দৌরাজ্যের গোসলখানা গড়ে
গন্ডমুর্খ জ্ঞাতিবর্গ তাতে গৌরবান্বিত
মরুদ্দানের মাঝে ঘুষে ভরা সেরেস্তা
পলেস্তারা খসে পরা শাসকদল
দিশেহারা আটষট্টি
সত্যি আমরা স্বাধীনতা পেয়েছি কি
নকীব থেকে খাজাঞ্চী সবাই পকেট ভরে
দুর্নিতির খসরা যেন কুদরত মনে করে
ধর্ম নিরপেক্ষ পয়মুঘে আচ্ছন্ন সমাজ
তছরুপ মজলিশের মদিরায়
কসরৎ নিয়ে কুদরতের সাথে
রাজা উজির ইস্কাপন ঘরে
ইল্লতের দৌরাজ্য হারেম থেকে সেরেস্তা
ইমান বিসর্জন দিয়ে ছিনিয়ে নিচ্ছে
তামাম সাম্যবাদের কাবিল নজির
দুরন্ত উচ্ছাসে খেই হারিয়ে
ধৃষ্টতার ধুন্ধুমার কেবল বেড়েই চলেছে
দুন্ধুভির মাঝে জাজ্বল্যমান দেশহিতৈষী
অসহায় একলা শরীফ রাজ দরবারে
কালের যবনিকায় ঢাকা পয়গাম
পর্দানশীন নূরনবী
কবীর কলমে ভেসে ওঠে
মফস্বলে এ শতকের এক দুরন্ত ছবি ।।