উগ্র দিবালোক চেয়ে থাকে
কতগুলি সন্ধানী চোখ
শহরে গ্রামে উৎকন্ঠায়
ধর্ষিতা অজ্ঞাত ফুল
দাসত্বের শিকলে আবদ্ধ
এ যেন রোমের দেউল
দগ্ধ কালের নিয়মে
জ্বলে ওঠা অরণ্য ধোঁয়া
সীমান্তের প্রহরী রচিত করে
অস্থায়ী রচনা
জনরোষে রক্তাক্ত সমাজ
স্বপ্নমৃত্যু হতে হতে
চলে যায় কত বৈশাখ
চেয়ে দেখে পথিক বিস্ময় হতবাক
উচ্ছল মদিরাতে লালসার বিস্ময় আবেগ
পিড়িত অসহায় একাকী
জেগে থাকে প্রভাতের মেঘ
সমাজের অবক্ষয় স্তব্ধ প্রতিবাদ
রুদ্ধ গুমোট অগ্নিমুখর মধ্যাহ্নের ধ্যানে
হয়তো খুব শীঘ্রই দেখবে পৃথিবী
মহাকালের আর্তনাদ
আসন্ন চৈতন্যের প্রয়ানে ।।