কবি সুনির্মল বসু-র
ছিল এক মামাতো বোন
নামটি তার খুকু
ভাল নামে ডাকতো না কেউ
নাম ছিল তার একটু বড়ো
লক্ষীরানি বসু
বিয়ের আগে পদবী গুহঠাকুরতা
সে ভালবাসতো গান কবিতা
ছিলো প্রচুর সাহিত্যচর্চা
শ্যামলা রোগা ছিলো বলে
ডাকতো সবাই পেনটি বলে
বাড়ির ছোটো তাই করতো সবাই স্নেহ
পেনটি মাসি বলে ডাকতো কেহ
আজও বলে সাহিত্যিক বুদ্ধদেব গুহ
খুকুর গলা ছিলো গানে
সুশ্রী দেখতে ভারি বেশ
মাথায় ঘনকালো কেশ
আট ভাই-বোনের বাড়ীর ছোট্ট বোন
শিশুকাল কেটেছিলো তার
মধুপুর আর গিরীডির বাসভবন
অনেক স্মৃতি ঊস্রিনদী
শিশুকালের সঙ্গী সাথী
সবার মনে আছে তা
গিরিডি ছেড়ে এসেছিলো
সবাই শেষে কলকাতা ।।