হে প্রাণনাথ কৃষ্ণসখা
তোমায় বাসন্তী গোলাপি আবীর পাঠালাম পদ্মপত্রে
বসন্তের শুভেচ্ছা বার্তা দিলাম বিল্বপত্রে
তোমাকে অগুরু চন্দনে মাখা
পুষ্প তুলসীর অর্ঘ্য দিলাম
সংগে বিবেক বৈরাগ্যের সহস্রদীপ জ্বালিয়ে
তোমার চরণ বন্দিত করলাম
কি সুন্দর ফুটেছে পলাশ শিমুল কৃষ্ণচূড়া
সারি সারি যেন পলাশের মঙ্গলঘট
আর ঐহীক শিশির সিক্ত সবুজ ঘাসের
গালিচা পাতা আছে তুমি আসবে বলে
কৃষ্ণচূড়া ফুল এনে রেখেছি
তোমার মাথার ঐ মোহনচূড়ায়
গেঁথে দেবো বলে
সুগন্ধি সুরভি বাতাসে
নবসাজে এসো কিন্তু
তোমায় দেখবো প্রাণ ভরে ।।