আমি কবির কলম!
চেঙ্গিসের তরবারির চেয়েও ভয়ংকর।
ক্ষমাহীন বুলেটের মত আমি গর্জে উঠি।
আমি কবির কলম!
লোকে ভূল করে মোরে বলে
অভিশপ্ত লেখনী।
আমি কভু বা শান্ত, কভু অশান্ত।
ক্লান্ত, আমি বড় ক্লান্ত।
আমি দুর্বিনীত, দুরন্ত, অবিশ্রান্ত।
আমি কবির কলম!
দারুণ স্বেচ্ছাচারী।
আমি লিখে যাই কবিতার পাতায়
নতুন সকালে
কবিতার অঞ্জলি।
লোকে ভূল করে মোরে বলে
অভিশপ্ত লেখনী।
আমি কবির কলম!
চেঙ্গিসের তরবারির চেয়েও ভয়ংকর।
আমি সবাইকে ভালবাসা
দিতে চেয়েছিলাম।
সবাইকে ভালবাসতে চেয়েছিলাম।
সেই ভালবাসা পেলাম না বলেই,
কবিতার আসর থেকে চির বিদায় নিলাম।