রাতের শিশির একলা কাঁদে
তাল পুকুরের ঘাটে,
জোনাকিদের তারার মালা
জ্বলে আঁধার রাতে।
তাল পুকুরের ওপারেতে
পলাশ গাছের বন,
রাতের বেলায় শেয়াল ডাকে
শিউরে ওঠে মন।
ঝোপেঝাড়ে বাদুড় কাঁদে,
বাঁশগাছে পেঁচা ডাকে,
কুকুরগুলো ঝগড়া করে
গাঁয়ের পথের বাঁকে।
জোছনা ঝরে রাশি রাশি
তাল পুকুরের জলে,
পদ্ম-শালুক ঘুমিয়ে আছে,
তারই শীতল সলিলে।
ভোরের আলো উঠল ফুটে
তাল পুকুরের পাড়ে,
অরুণ সূর্য দেয় যে উঁকি
তাল গাছের আড়ে।
বি.দ্র.: আমি চেনা পৃথিবীর অচেনা কবি বলছি--
আমার সহৃদয় কবিবন্ধু ও পাঠক-পাঠিকাবৃন্দ
সকলেই শুনে রাখুন। এবার চিনে নিন
আপনাদের ‘চেনা পৃথিবীর অচেনা কবি’কে।
ভেবেছিলাম আরও কিছুদিন
আত্মগোপন করে থাকব।
কিন্তু অনিবার্য কারণে আমি নিজে নিজেই
আমার ছদ্মবেশ উন্মোচন করে, আমার ছদ্মনাম
সর্বজনসমক্ষে তুলে ধরে স্বনামে আবির্ভূত হলাম।
পৃথিবীর অচেনা কবি’ আপনাদের
চির পরিচিত ও চেনা কবি
লক্ষ্মণ ভাণ্ডারী।