মাঠের পারে,
নদীর ধারে,
ভোরের সূর্য
উঁকি মারে।
মেঘ নেই
ফর্সা আকাশ,
বইছে জোরে
শীতল বাতাস।
পাখপাখালি
মেলে ডানা,
উড়ে যেতে
নাইকো মানা।
বক বসেছে
পুকুরপাড়ে,
শালিক নাচে
ঝোপেঝাড়ে।
গাঁয়ের বধু
ঘোমটা মাথে,
কলসী কাঁখে
নদীর ঘাটে।
দোয়েল পাখি
ডাকছে গাছে,
নৌকা বাঁধা
ঘাটের কাছে।