দেবতার
মন্দিরে
দেবতা নাই
ওরে!
হৃদয় মন্দিরে
সেযে,
চির সতত
বিরাজে।
পৃথিবী সুন্দর,
অতি মনোহর,
সাগর ও ভূধর,
অবনী মাঝে।
সবার স্রষ্টা
যিনি
বিধাতা পুরুষ
তিনি।
বন্দি তিনি
ইঁট পাথরের
মন্দির মাঝে।
হৃদয় মন্দিরে
তিনি সতত
নিত্য বিরাজে।
মানুষেরে
রেখে দূরে
ফুল মালা
দেহ ঠাকুরে।
পাষাণ পাথরে,
বিধাতা নাই
ওরে!
পূজা কর
মানুষেরে।
ভালবাস
তারে।
দেবতার
মন্দিরে
দেবতা নাই
ওরে!