সময়ের সিঁড়ি
বেয়ে চলে—
প্রতিটি দিন,
প্রতিটি রাত,
ঘণ্টা, মিনিট
আর সেকেণ্ড।
সময় চলে যায়
রেখে যায়
অস্পষ্ট ছাপ
পুরানো
ক্যালেণ্ডারে।
এইভাবে-
চলছে, চলবে।
জীবন, যৌবন
আর বার্ধক্য
একদিন জানি
হোঁচট খাবে
জীবন-নদীর
কিনারায়।
সময়
চলে যায়।
নদীর
স্রোতের প্রায়।
থাকে না
কারো প্রতীক্ষায়।
চলছে
চলবে-
এইভাবে
সময়ের সিঁড়ি
বেয়ে চলে যাবে
দিন, মাস বছর।
শুধু-
অতীতের
বিষাক্ত স্মৃতি
বাসা বাঁধে
জীবন-নদীর কূলে
প্রকাণ্ড উঁচু
অশ্বত্থ গাছের
মগডালে।
সদ্য অতীত
চুপিচুপি
এখানে
কানে কানে
কথা বলে।
সময়
হারিয়ে যায়,
ফুরিয়ে যায়,
অবশেষে
নিঃশেষ হয়ে যায়।