আকাশ পারে
মেঘ জমেছে,
আমবাগানে
ঝড় উঠেছে।
কালো মেঘে
আকাশ ছাওয়া,
বইছে জোরে
ঝড়ো হাওয়া।
পাখির বাসা
হাওয়ায় উড়ে,
অঝোর ধারায়
বৃষ্টি পড়ে।
উড়ে যায়
খড়ের চাল,
পড়ে ভেঙে
গাছের ডাল।
উল্টে গেছে
ভাঙা ছাতা,
ভিজছে গোটা
শরীর মাথা।
ঝড় বৃষ্টি
থামলো যেই,
খোলা আকাশ
মেঘ নেই।
রোদ হেসেছে
ঝিলিক মেরে,
নৌকা বাঁধা
নদীর চরে।
ভেজা মাটির
মধুর ঘ্রাণ,
ভরে ওঠে
সবার প্রাণ।