আসে ঐ
কালবৈশাখী,
গ্রীষ্মের
অরুণ আঁখি।

দুরন্ত
বৈশাখী ঝড়,
ভাঙে গাছ
মড়্ মড়্ মড়্।

নাচে ঐ
কালবৈশাখী,
দু’চোখে
আঁধার দেখি।

উঠছে
ধূলোবালি,
উড়ছে
খড়ের চালি।

শোন ঐ
ঝড়ের ডাক,
কাঁপছে
ঝড়ো কাক।

থেমে যায়
বৈশাখী ঝড়,
বাজ পড়ে
কড়্ কড়্ কড়্।