ভূমিকম্প
আসছে ভাই,
চল কোথাও
পালিয়ে যাই।
কিন্তু পালিয়ে
যাব কোথায়,
পালাবার
পথ নাই।
ওরে বাবা!
একি হল,
গোটা বাড়ি
কেঁপে উঠল।
আমি বলি
শোন শোন,
ওই দেখ
পূবের কোণ।
ওই কোণের
ডান পাশে,
বিরাট এক
গাছ আছে।
উঠে যাও
ছাদের পরে।
নাম গাছের
ডাল ধরে।
নামবে অতি
সাবধানে,
ফাঁকা মাঠের
মাঝখানে।
দলে দলে
লোক চলে,
মন্দির ওই
পড়েছে ঢলে।
ভূমিকম্পে
ভয়ে কাঁপি,
সারাদিন
দাপাদাপি।
ভয় হয়
অতিশয়,
কালো ধোঁয়া
শহরময়।
কাঁপছে শহর
বইছে বাতাস,
করে সবাই
হা-হুতাশ।
লোক বন্দী
মরণফাঁদে,
পুত্রহারা
জননী কাঁদে।