ঐ আসে যখন ভূমিকম্প,
শুরু হয় সবার হৃৎকম্প,
বুকের ভেতর দেখি হঠাৎ
কারা করে লম্ফঝম্ফ।
কাঁপছে আকাশ, কাঁপছে বাতাস,
কাঁপছে মাটি বিশ্বজুড়ে,
ছুটছে মানুষ ঘরবাড়ি ছেড়ে,
উঠছে ধোঁয়া মাটি ফুঁড়ে।
ভাঙছে মন্দির, ভাঙছে বাড়ি
মরছে মানুষ হাজার হাজার,
ভূমিকম্প ডাক দিয়ে যায়
মরণ ঘনিয়ে আসছে সবার।
যুগ-যুগান্ত পরে যখন
ভূমিকম্প একবার আসে,
মানুষ কাঁদে পথে বসে
ঊর্ধ্বে ভাগ্যবিধাতা হাসে।