আকাশ
আকাশ জুড়ে
আলোর খেলা,
আঁধার নামে
সাঁঝের বেলা।
মাথার ওপর
সুনীল আকাশ,
পথের দুপাশে
সবুজ ঘাস।
বাতাস
বইছে বাতাস
আপন মনে,
ফুল ফুটেছে
বনে বনে।
আমের মুকুল
আমের শাখায়,
আমের বনে
কোকিল গায়।
শিশির
রাতের শিশির
অশ্রু ঝরায়,
আকাশ বাতাস
চন্দ্র তারায়।
চাঁদের কিরণ
জোছনা ছড়ায়,
ভোর হয়ে আসে
রাত কেটে যায়।