ভোর প্রভাতে দোর খুলে,
খোকা ছেলে উঠে।
অজু করে পরিপাটি হয়ে,
মক্তব পানে ছুটে।।
বন্ধু বান্ধব প্রতিবেশী নিয়ে,
খোকা ছেলে চলে।
আজান হলে মাসজিদে যায়,
লক্ষী খোকা ছেলে।।
বাবা মায়ের আদেশ উপদেশ,
খোকা ছেলে শুনে।
এমন পেয়ে বাবা মায়ে,
মহা খুশি মনে।।
খোকা ছেলের আদব কায়দায়,
পাড়ার লোকে খুশি।
বৃদ্ধ বুড়োকে শ্রদ্ধা জানায়,
প্রতি অহর্নিশি।।