যে কঠোর অন্যায়কারীকে বাঁচাতে যায়,
আমার কাছে সেও অন্যায়কারী।
যে কঠোর অন্যায়কারীকে সমর্থন করে,
আমার কাছে সেও অন্যায়কারী।
যে কঠোর অন্যায়কারীর পাশে থাকে,
আমার কাছে সেও অন্যায়কারী।
যে কঠোর অন্যায়কারীকে উৎসাহ দেয়,
আমার কাছে সেও অন্যায়কারী।
যে কঠোর অন্যায়কারীকে আশ্রয় দেয়,
আমার কাছে সেও অন্যায়কারী।
যে কঠোর অন্যায়কারীর পক্ষে সাক্ষ্য দেয়,
আমার কাছে সেও অন্যায়কারী।
যে কঠোর অন্যায়কারীর পক্ষে স্লোগান দেয়,
আমার কাছে সেও অন্যায়কারী।
যে কঠোর অন্যায়কারীর পক্ষে স্টাটাস দেয়,
আমার কাছে সেও অন্যায়কারী।
যে কঠোর অন্যায়কারীকে অন্যায়কারী বলে না,
আমার কাছে সেও অন্যায়কারী।
যে কঠোর অন্যায়কারীকে সবর্দা সঙ্গ দেয়,
আমার কাছে সেও অন্যায়কারী।
যে কঠোর অন্যায়কারীকে বয়কট করে না,
আমার কাছে সেও অন্যায়কারী।
যে কঠোর অন্যায়কারীকে ভালোবাসে,
আমার কাছে সেও অন্যায়কারী।
কারণ,
কঠোর অন্যায়কারীরা সুযোগ পেলে,
আরো দীর্ঘ কঠিন অনাচারে লিপ্ত হয়।
কারণ,
কঠোর অন্যায়কারীরা মুক্তি পেলে,
আরো ভয়ংকর রূপে প্রতিফলিত হয়।
তাদের অবশ্যই বিচার হওয়া উচিত,
কোনো ছাড় নাই।
তাদের অবশ্যই শাস্তি পাওয়া উচিত,
কোনো দয়া নাই।
তবেই হবে অন্যায় মুক্ত সমাজ।
তবেই জাতি পাবে শান্তি রাজ।