চোর শিখায় চোরের নীতি,
চোরে চোরে প্রেমপ্রীতি।
চোরের আছে চুরি বিদ্যা,
সময় সুযোগ রাত্রি নিদ্রা।
যখন যেমন উপায় তেমন,
সংঘবদ্ধ করে চলে।
এক চোর বিপদে পড়লে,
আরেক চোর বাঁচিয়ে তুলে।।
চোরের আছে চুরি ধর্ম,
কখন কোথায় চুরি কর্ম।
চোরের হল চুরি পেশা,
চুরি করাই তাদের নেশা।।
চোরের মন চুরি করা,
যায়না তারে সহজে ধরা।
মিষ্টি মিষ্টি তৈল মর্দন,
চোরে চোরে মানিক রতন।।
চোরে সবার মন যুগিয়ে,
দিবানিশি চলে।
এক প্রতিবেশির কথা লাগিয়ে,
অন্য প্রতিবেশিকে বলে।।
মাঝখান দিয়ে চোরের চোর,
মহা ফায়দা লুটে।
এ-ঘর ও-ঘর যেয়ে যেয়ে,
খাদ্য খায় চেটেপুটে।।