ও মাঝি ভাই ও মাঝি ভাই,
আসো এই ঘাটে।
তোমার নায়ে তুলো আমায়,
যাবো পাড়ার হাটে।।
নিয়ে যাবো তোমায় আমি,
পাঁচ টাকা ভাড়া।
নইলে বাপু সরে দাঁড়াও,
আমার আছে তাড়া।।
সমস্যা নেই দিচ্ছি আমি,
ভাড়া পাঁচ টাকা।
তুমি'তো ভাই দিন মজুরি,
উচিত ভাড়া রাখা।।
উঠো উঠো নায়ে উঠো,
করে দিচ্ছি পার।
তুমি বাপু মহা জানো,
জ্ঞান আছে তোমার।।