ক্ষুধার জ্বালা তীব্র কেনো?
পেটে বাড়ে যন্ত্রণা!
পানি পানে বল আসে,
মনে মিটে শান্তনা।।
সব সময় পানি পানে,
হয়না ক্ষুধা নিবারণ।
খাবার লাগে পেটের ভাগে,
পুষ্টিতে ন্যস্ত জীবন।।
পায়না যদি সময় মতো,
পেটও ডাকে হরতাল।
মনের সনে রাজনীতি করে,
বসায় অসুখ কাল।।
মনও যদি পেটের সনে,
করে একটু বেঈমানী!
ক্ষুধা তখন ডাকে ঐক্য,
বলে আন্দোলনে নামি।।
পেটের সনে ক্ষুধার যুদ্ধ,
হলে আকার তীব্র।
মনও তখন হেরে বসে,
জীবন আলো নিভ্য।।