জীবন যদি সময়ের মতো,
কাটায় কাটায় চলতো!
আপন জনের পাশে বসে,
মুখের কথা বলতো।।

ভাবনা যদি অপেক্ষা করে,
আবেগ ভাষায় ভাসতো!
মন অনুভূতি সহানু-ভূতি,
সুখের হাসি হাসতো।।

মায়া যদি ছায়া হয়ে,
স্মৃতি হয়ে রাখতো!
জীবন পাতার গল্প গুলো,
সাজানো গুছানো থাকতো।।

ধ্যর্য যদি সহ্য করে,
মন মেনে নিতো!
অন্তর তখন আপন জগতে,
প্রশান্তির সাগরে ভাসতো।।