চার দেয়ালে বন্দি করে,
রেখো নাকো আমাকে।
আকাশ পাতাল ঘুরবো এবার,
ধরবো মধুর মৌচাকে।।
আমিতো নই ভীতুর ডিম,
হবে তবে ভয়।
বুকের ভিতর অনেক সাহস,
করেছি তো সঞ্চয়।।
এই সমাজের নিয়ম মেনে,
চলবো সদা আমি।
অন্যায় প্রশ্রয় দেবো নাকো,
ন্যায়ের পথই দামি।।
ধর্ম শিক্ষা নীতি শিক্ষা,
পূর্ণ হয় আমার।
জ্ঞানের আলোয় ভাসবো আমি,
দূর করে অন্ধকার।।