অনেক কথা বলার আছে
তবুও কিছু বলছিনা,
নীরবে থেকে মনে রেখে
তবুও মনে রাখছিনা!
বন্ধু বান্ধব প্রতিবেশী সব
আপন আলোয় স্বার্থান্বেষী,
খুব বুঝতে শিখে গেছি।।
অবাক কাণ্ড মান দণ্ড
বন্ধুরা খোঁজে স্বার্থ?
বন্ধুত্ব হয়নি ছিলো অপদার্থ।
তবুও আমি ওদের ছিলাম,
হৃদয় দিয়ে বেঁধেছিলাম।
ওরা ছিলো হিংসুটে বিদ্বেষী,
খুব বুঝতে শিখে গেছি।।
কখন কেমন আছে যেমন
রেখেছি ওদের খোঁজ?
ওরা নেইনি আমি যেমনি
কিভাবে থেকেছি রোজ।।
এমন বন্ধুজাত জীবন বরবাদ
জীবন প্রতিক্রিয়ায় শুধুই কার্টেসি,
খুব বুঝতে শিখে গেছি।।
যাচ্ছে সময় যাচ্ছে দিনটা
হঠাৎ বাজবে মৃত্যু ঘণ্টা,
আলো ছেড়ে অন্ধকারে
হারিয়ে নিজের সনটা।।
বেকারত্ব জীবন বাড়ায় দূরত্ব
একাই থাকছি অহর্নিশি,
খুব বুঝতে শিখে গেছি।।