সুর মাঝি সুর তুলেছে,
বাজনা দিয়েছে কে?
তাই না ভেবে ঢোল বাদক'রা,
বাজনা পিটিয়েছে।।
সুরের মাঝি বড্ড পাঁজি,
করে ফূর্তিতে মত্ত।
বাজনা তালে পাড়া নাচে,
আনন্দে মহা ব্যস্ত।
সুরের মাঝি নিজ স্বার্থে
দিচ্ছে মহা আনন্দ,
এই তালে সঙ্গী দিয়ে
পকেট করে শূন্য।।
পাড়ার লোকে ঘরে ফিরে,
দেখে পকেট খালি!
নিজ প্রতিবেশীকে সন্দেহ করে!
দিচ্ছে অবিরাম গালি।
প্রথম সুর কে বাজালো?
পাড়ার লোকে নাহি ভাবে!
কেনো সে আনন্দ দিলো?
স্বার্থ আছে তবে?
পাড়ার লোকে বোকা হলো,
পেলো টের অবশেষে!
সুরের মাঝি বড্ড পাঁজি,
চোর ছিলো সাধু বেশে।।