আমি যাবো নানার বাড়ি,
মায়ের কাছে বলি।
মাগো তুমি বাবাকে বলো,
আপন ঠিকানায় চলি।।
নানার বাড়ি মধুর হাঁড়ি,
খাবো মজা করে।
নানার ছেলে মামাকে নিয়ে,
ঘুরবো হাট বাজারে।।
মামার সনে মেলায় যাবো,
উঠবো নাগরদোলায়।
চড়বো আরো হাতি ঘোড়া,
ফিরবো ঘরে সন্ধায়।।
রাতের বেলায় সবার সনে,
একসাথে খাবার খাবো।
খাওয়া দাওয়া সবার শেষে,
নানার গল্প শুনবো।।