ভালো কথা বলি যা,
শুনে অন্য ভাবে।
তিনি নিজে যেমন তেমন,
বুঝে ভিন্ন ভাবে।।
বুঝের অভাব জ্ঞানী স্বভাব,
ঠিকঠাক বুঝেনা।
নিরপেক্ষ মনে বুঝতে হয়!
এভাবে তিনি ভাবেনা।।
ভাবেনা তিনি কতটুকু?
আসলে কি তাই!
আমি লোক যেমন তেমন,
তিনি কি তাই?!
আমার ভাবনা তার ভাবনা,
হয় কি এক?
মনোভাবে ভিন্ন ভাবি!
বুঝতে হবে দিক।।