সোনা ব্যাঙের বিয়ে
মুহম্মদ কবীর সরকার
★★★
সোনা ব্যাঙের বিয়ে হবে
দিলো নিমন্ত্রন,
বাজবে সানাই বর্ষা বরণ
অাসবে সর্বজন।
কুনো দাদা সংগে করে
নিয়ে এলো ছাতা,
উপহারে ভরে গেল
বিয়ে বলে কথা।
টুনটুনিয়ে গুনগুনিয়ে
বললো দুটো ধাঁ ধাঁ
এই ধাঁ ধাঁ না ভেঙ্গে দিলে
বর ছেলেরা গাধাঁ।
ধাঁধাঁ শুনে জামাই বাবু
চুপসে গেলো হায়,
ধাঁ ধাঁয় ফেলে কনের সখি
হাজার কড়ি চায়।
ঘাসফড়িং ও গঙ্গাফড়িং
সেই তালে দেয় নাচ,
কনের বাড়ি সুর উঠালো
ফেলে সবাই কাজ।
ঘ্যাঙর ঘ্যাঙে প্রনয় সুরে
ডাকলো যখন ব্যাঙ,
ওমনি এলো বৃষ্টি নেমে
মারলো শিয়াল ল্যাঙ।
শিয়াল গুরু দৌড়ে পালায়
ছাতা গেলো উড়ে,
'শুভ দৃষ্টি' লগন শেষে
বিয়ে র'লো পরে।
মাছি এসে ভন ভনিয়ে
নাকি সুরে বলে,
বিয়ে হবে কোলা ব্যাঙের
বৃষ্টি গেলো চলে।
'শুনেন সবে' ডাকলো ইঁদুর
দৃষ্টি অাকর্ষণ,
বৃষ্টি গেলো অাবার এলো
বিয়ের এ ল-গ-ন।
রচনাকাল:২০/০৩/২০১৭ইং
সাগরিকা, চট্টগ্রাম।