প্রথম দর্শনে তব রূপময়ী আলোকছটা
চিত্ততলে জাগাইলো মোর যে অনুভূতি,
যপি হে তব নাম দিবারাত্রি,
ওগো মোর মনোহারিণী "অরূন্ধুতী "।
সকাতরচিত্তে চাহিয়া তব পানে
দেখিয়াছি যবে রূপময়ী তব আলোকছটা
ফুলে সজ্জিত হইলো ওষ্ঠগতপ্রাণময়ী
মরুভূমিটা
মরুভূমির ভূগর্ভে সবুজের সন্ধান শুনি
শুনি সেথায় গগন আসিয়া যৌবনা রস
দিয়াছে ঢালি
সেই যৌবনা রসে ফুটিয়াছে সহস্র
পুষ্পকলি।
আসিয়াছে ক্ষণেক্ষণে তৃষার্ত অলি।।
ইহা কি ভালবাসা বলিয়া বেড়াই
লোকে
ও গো মোর মনোহারিণী "অরূন্ধুতী "
তাহা হইলে তোমায় ভালবাসিতে
চাহে মণ দিবারাত্রি।
চাহে মণ তব চিত্তদেশে নর্তকী বেশে
প্রেম রাগিনীর নৃত্য তুলি,
চাহে মণ তব খোলা কেশে হাওয়ায়
ভেসে
ফুটাইতে কেশে পুষ্পকলি।
চাহে মণ তব ওষ্ঠ দেশে রংধনু বেশে
সাত রং নিয়ে নামি,
সারাটি অব্দ সেথায় থেকে
করি চুমাচুমি।
চাহে মণ তোমায় নিয়ে প্রেমযমুনায়
মাতি
ওগো মোর মনোহারিণী "অরূন্ধুতী।।
রচনাকাল :১৪/০৫/১৫
কসবা-ব্রাহ্মণবাড়িয়া।
উৎসর্গ : আবু বকর (আমি বিদ্রোহী কবি ভক্ত)