রাস্তার ধারে ফুটপাথ ঘেঁষে থাকে বালিকা,
এ পথ ধরে কত লোক চলে সারাটা বেলা;
খেয়েছে কি খায় নাই খোঁজ কেউ নেয় না,
শুধু কিছু লোক তাকিয়ে দেখে তার দেহটা।
দিন রাত মালা গাঁথে আর স্বপ্ন রচে
একদিন কেউ ভরিয়ে দিবে তার মনটা ।
কত বাবু যায় মালা নিয়ে ধায়,
কেউ জানতে চায় না তার নামটা।
রাত্রি কালে হায়ানারা সব ঘুর ঘুর করে,
কখন থাবা মারে টেনশনে থাকে
হাতে নিয়ে দাওটা।
এক দিন ভুলিয়ে ভালিয়ে দিয়েছে তারে
লাইনে ঢুকিয়ে সাথের ঐ মেয়েটা।
হয়ে গেল শেষ জীবনটা।
দায়ী এই মুখোশ পরা সমাজটা ॥
(২২/১১/২০১৭)