আমাদের বাজার, আছে এক নদীর পাড়।
চাহিদা যোগায় আশেপাশে সবার।
অনেক পুরানো বাজার, নাম ডাক তার।

ছিল দাগু পাল, বেঁচত শুধু চাল।
মুদি পাঁচু শেখ, ছিল ভাঙ্গা-চুরা রেক।
কাজে ছিল ধীরগতি, মাপ ছিল যথাবিধি।
ছিল ডাক্তার শিবু, ডাকতাম তারে দাদু।
ছিল এক ফ্যাক্টরি, আমির চান বিড়ি,
আরো ছিল বিজলী।

হাসেম চোকদার, তার ছিল টিনের কারবার।
বড় এক বাজার, কত ছিল মালদার।
সব ছিল পেশাদার,
এখন সব হুটপাট সময় কাটাবার।

এখনো আছে খুকু বেপারী
বেঁচে মিষ্টির হাঁড়ি,
মন্নান করাতি, জুতার কারবারি।

আছে যে নদী, বহে নিরবধি
বর্ষায় থৈ থৈ, শীতে হাঁটুখানি,
টলটলে কীর্তিনাশার পানি।

ভোজেশ্বর বাজার,
কে দিবে মাছের জোগাড়?
বিজয় দাস কি আসবে আবার?

(০৯/০৯/২০১৭)