এই প্রীতি! মনে কি পরে তোর সেই স্মৃতি।
ভিক্টোরিয়া পার্কের মনুম্যান্টের নীচে
বসে ছিলাম তুই আমি।
বাদামের খোসা ছিলে আমায় দিয়েছিলি।
আর বলেছিলি, মহারানী ভিক্টোরিয়া
ছিল কি আমার মতই নারী?
তাহলে তো আমার নামেও হতে পারে
এমন কোন শিখরী।
“আমার হৃদয় মন্দিরে, রাখিব এর চেয়েও বড় করে, তোর স্মৃতি”।
সেদিন বাদাম খাওয়ার ছলে
বলেছিলাম মজা করে,
কিন্তু আজ কেন যেন সেটাই বেড়িয়ে আসে
বারে বারে হিমালয় স্মৃতি হয়ে।
আরও কত ছোট ছোট স্মৃতি,
বয়ে বেড়াই প্রীতি, পারি না চেপে যেতে।
তুইতো সব ঝেড়েপোছে চলে গেছিস ইউরোপে,
পাহাড়সম মনুম্যান্ট রেখে গেছিস আমার বুকে!!
(২০/১০/২০১৭)