পারবেনা এত ভার বহনে
তবে কেন মিছেমিছি আশ্বাস দিলে।
বলেছিলে আগে, ভালোবাসা যত পার দিতে,
আমি যাব সব ছেড়ে ছুড়ে চলে॥

এখন কি হল তবে?
আমায় কেন তুমি নিঃস্ব করিলে?
তুমি চলে গেলে আলীশান সেই ঘরে,
আমি আছি কুঁড়েঘরে কষ্ট বুকে নিয়ে।

এই যদি হয় ভালবাসাবাসি,
মানুষের হৃদয় বলে আর কিছু থাকে নাকি।
ভালবাসায় গাফিলতি থাকে যদি একরতি,
তাহলেতো আমি মনকে বুঝাতে পারি॥

এই ঘরে আমি ধুঁকে ধুঁকে মরি,
যতদিন বাঁচি শ্বাসটুকু নিয়ে আছি।
হৃদয়তো আগেই সপে দিয়েছি,
পার যদি তুমি, দেখে যেও আমার জীবনহানি॥

(২২/০৮/২০১৭)