হাতে খন্তে কোদাল হাতুড়ি বাটাল,
বসে রাস্তার ধারে
চেয়ে আছে পথিকের পানে
এই বুঝি ডাকে কোন এক কাজে
জুটে যাবে আজকের ভাত ডাল।
হাতে কাস্তে লাঙল মাথাল জোয়াল
রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে
দিনরাত কষ্ট করে
শুষ্ক জমিতে দিয়ে হাল,
ফলিয়েছে সোনার ফসল।
জানেনা সে আছে কত রিজার্ভ দেশে?
গড় আয় কত প্রতি জনে?
টাকাগুলো জমালো কে সে?
যদি জেনে যায়, ঐ টাকার ভাগ কি সে পায়?
এসিতে বসে দালালি করে
শুধুই হিসাব কষে
ঐ টাকা জমেনি দেশে!
কৃষক শ্রমিকের ঘাম ঝরে রক্ত চোষে
জমিয়েছ ঐ টাকা দেশে।
তবে কেন ভাগ পাবে না তারা অবসরে??
(২৩/১১/২০১৭)