কৃষকের কিশোরী কন্যা,
চোখে মুখে ভালবাসার বন্যা,
কি এক মায়াবি চাহনি,
মনে হয় যেন লাজুক হরিণী।
সেই কবে দেখেছি তাকে,
এখনো স্মৃতিতে ভাসে।
তুমি কি আছ উঠতি যৌবনে?
নাকি চলে গেছ দাদিমার বেশে।
অবসরে তোমায় মনে পরে।
তোমার হাতে দেওয়া জলে,
তৃষ্ণা মিটিয়েছি প্রাণ ভরে,
হতভাগা আমি, নামটা নেই স্মরণে।
তোমার সুপ্ত ভালবাসার টানে,
গিয়েছি আমি বারেবারে।
ছিলনা সেটা অকারণে,
বুঝেছি পরে, হৃদয়ে ব্যাথা জাগে।
কঠিন সমাজের বেড়াজালে,
পারিনি তোমায় বাঁধনে জড়াতে ।
অবশেষে পার যদি তুমি,
ক্ষমা করে দিও এই অভাগারে॥
(০৪/১০/২০১৭)