রুপের দেশে রূপের ঋতু
রূপের নাইকো শেষ
সরষে ফুলে হলদে মাঠ
করছে নানান বেশ।

হাওর বাওর ভরছে দেখ
পাখ-পাখালির মেলা
লেকের পাড়ে রূপের দেখা
বেশ কেটে যায় বেলা।

খেজুর রসের পায়েস পিঠা
পান ভোজনের ঊষা
শিশির কণা ঘাসের ডগায়
শীত চাদরে বসা।

হাড় কাঁপানো শীতের সকাল
কারো উপভোগ্য
কেউবা আবার ছিন্নমূল
কেউবা দুরারোগ্য।

এমন দিনে উষ্ণ ভেসে
বড্ড কারো খিদ
বস্ত্রহীনা রাত কেটে যায়
হয় না কারো নিদ।

কেউ হাসে আর কাঁদে কেউ
কারো বিলাস বাড়ি
ক্ষুধার তাড়ায় ডাস্টবিনে ঐ
করছে কাড়াকাড়ি।

শপথ করি আমরা সবাই
হাতে রেখে হাত
করব মজা সবাই মিলে
জাগাবো প্রভাত