যদি
একটু ভাবো
নিরবে চোখের জলে
তবে দেখা হবে।
যদি
অভিমানে
ফুলতে পার
তবে জড়াতে হবে।
যদি
ভুলতে পারো
দুঃখটাকে
সুখটাকে ফিরে পাবে।
যদি
রুখতে পারো
ক্রোধটাকে
তবে হাসতে পারো।
যদি
বারণ করে
তবে দেখবে তোমার
চারিপাশে
জ্যোৎস্নার আলো।
যদি
বুঝতে পারো
কে বা কাকে
আসবে ফিরে
খুলবে নয়ন
বিমোহিত পরিতোষে।
যদি
রাখতে পারো
স্বপ্নটাকে বুকের মাঝে
তবে
দেখতে হবে নয়ন খুলে
সুদূর পথে।
যদি
করতে পারো
স্বপ্ন পূরণ
হাসবে চাঁদ তোমার সাথে
সজীবতায় চারিপাশে
সফলতার সোপান বেয়ে
দেখা তোমার কি প্রয়োজন
কে হাসে আর কে বা কাঁদে
অভিবাদন সবার তরে
অন্তরালে দুঃখবাদে