আমি তুমি সে ভালোবেসে
দিন রাত করি যদি চেষ্টা
সুন্দর হবে এই দেশটা।
তাই সকলে ভোর বিহানে
সবার কাজে চলি
জীবনটা আর দেশটা গড়তে
সত্য কথা বলি।
অলসতায় পা দেবনা
সেরে নেবো কাজটা
আমরা হব সবার তরে
দেশের তরে ভাই
এই শপথে দিবানিশি
নিত্য ছুটে যাই
মিষ্টি ভাষায় মিশবো মোরা
সুন্দর করতে দেশটা